আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের হাওরপাড়ের ঐতিহাসিক কুতুব মসজিদ পরিদর্শনে একদল লেখক

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অস্টগ্রাম উপজেলার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি ঐতিহাসিক কুতুব মসজিদ পরিদর্শন করেছেন একদল লেখক। বৃহস্পতিবার বিকেলে মসজিদটি পরিদর্শনে

আসেন দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক বিশিষ্ট লেখক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক বিশিষ্ট লেখক জহির উদ্দিন বাবর , শিল্পী ইলিয়াস হোসাইন, সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।

 

প্রতিনিধিদলি কে স্বাগত জানিয়ে মসজিদেও ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন প্রত্নতত্ত্বকর্মী মো. আমিনুল হক সাদী। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা মসজিদ পরিদর্শনে এমন মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী দেখে বিমোহিত হন। এর আগে

প্রতিনিধিদল হাওরের বিভিন্ন রুপ বৈচিত্র পরিদর্শন করেন।

 

প্রসঙ্গত কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বাতিক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ “কুতুব শাহ মসজিদ”। ষোড়শ শতাব্দীতে কুতুব শাহ নামে একজন আউলিয়া পাঁচ গম্বুজ

বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নিকটেই কুতুব শাহ (র.) এর মাজার রয়েছে। হযরত কুতুব শাহ (র.), হযরত শাহ জালাল (র.) এর সঙ্গে আগত ৩৬০ জন আউলিয়ার মধ্যে একজন বলে জনশ্রæতি রয়েছে। হযরত শাহ জালাল (র.) চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশে আসেন এবং ১৩০৩ খ্রিস্টাব্দে শ্রীহট্ট জয় করেন। হযরত কুতুব শাহের (র.) নামানুসারেই কুতুব শাহ মসজিদের নামকরণ করা হয়েছে। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করেন। সম্প্রতি মসজিদটিকে পুর্বেল আদলে সংস্কার কাজ করেছে প্রত্নতত্ত্ব।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ