আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ডেস্ক:কিশোরগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (৭জুলাই) রাতে কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর আমলাপাড়া এলাকার
মোছা. লাকী বেগম (৫০) কে ইয়াবা বিক্রয় করার সময় তাকে আটক করা হয়। মাদক কারবারি মোছা. লাকী বেগম ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া এলাকার মো. মোবারক হোসেনের স্ত্রী।

আটককৃত লাকী বেগমকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ