-
- কিশোরগঞ্জ
- সম্মেলন শেষে স্টেডিয়াম পরিস্কার করে দিলেন জামায়াতের নেতা-কর্মীরা
- Update Time : জুন, ৪, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
- 112 View

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের কর্মী সম্মেলনের স্থলের ময়লা ও খুঁটির গর্ত ভরাট করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতাকর্মীরা। আজ বুধবার (৪ জুন) সকালে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী ও সেক্রটারি মাওলানা নাজমুল ইসলামের নেতৃত্ব দলটির নেতাকর্মীরা স্টেডিয়ামে পরিস্কার অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গত ৩১ মে প্রশাসনের অনুমতি নিয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী জেলা শাখা। বিশাল এই কর্মী সম্মেলন করতে স্টেডিয়ামে তৈরি করা হয় প্যান্ডেল। এই প্যান্ডেল তৈরি করতে বাঁশ পুঁততে করা হয়েছিলো অনেকগুলো গর্ত। এছাড়াও জেলার ১৩টি উপজেলা থেকে আগত লাখো কর্মী সমর্থকেরা পানির বোতল ও কিছু খাবারের প্যাকে এবং কাগজের ময়লা জমে স্টেডিয়ামে। এগুলো বিবেচনায় নিয়ে ৫ ট্রাক বালু ফেলে গর্তগুলো ভরাট ও ময়লাগুলো পরিষ্কার করা হয়। এতে স্টেডিয়ামটি আগের পরিবেশে ফিরবে বলে মন করছেন সংশ্লিষ্টজনেরা।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, স্টেডিয়ামটি আগের পরিবেশে ফিরিয়ে দিতেই আমরা এই কাজগুলো করেছি। যাতে আজকের পর থেকেই স্টেডিয়াম খেলার উপযুক্ত হয় তাই ৫ ট্রাক বালু ফেলে গর্তগুলো ভরাট করা হয়েছে ও মাঠের ময়লাগুলোও পরিষ্কার করা হয়েছে।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ