আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আল হালাল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর উদ্দোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ-২০২৪ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ফাউন্ডেশনের আয়োজনে মংগলবার দুপুরে জেলা শহরের রথখোলা ময়দানে  শতাধিক পরিবারে ঈদ প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এলজিইডির সাবেক হিসাব রক্ষক আজিজুর রহমান ।
 প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক কর্মকর্তা  একেএম আব্দুল কাদির ভুইয়া হিরো। বিশেষ অতিথি ছিলেন  সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী  শফিকুল ইসলাম বকুল,সমাজসেবক আব্দুল আজিজ, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। বক্তব্য রাখেন  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফজলুল কবীর ইফতি,  সাংগঠনিক সম্পাদক এসএম রাজন প্রমুখ।
সভার শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমান তানভীর। তিনি জানান আপনার হালাল অর্থই হউক মানবতার সেবা এ স্লোগানে সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা করি । আমি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজ থেকে গণিতের মাস্টার্স পড়াশোনার পাশাপাশি এসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি।
মানুষের কল্যাণে নিজেকে উৎস্বর্গ করেছি। মানুষের  সেবায়  দুয়া পেতে এই সমাজ সেবা কাজে জড়িয়ে পড়ি। একমাত্র আল্লাহপাকের  অশেষ রহমত , আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা ও দোয়ার কারনেই আজকে আমাদের এসব পরিবারের মধ্যে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রচেষ্টা সফল হয়েছে। আল হালাল ফাউন্ডেশন,কিশোরগঞ্জ এর যাত্রাকালে প্রথমে ৭টি মসজিদে টিস্যু বিতরণ এর মধ্যদিয়ে সেবামূলক কার্যক্রমে জড়িয়ে যাই।
প্রতি ঈদে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য  ১ম, ২য় ও ৩য় ধাপে ৮৫টি প্যাকেট বিতরণ করি। এরই ধারাবাহিকতায় আজকে  শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।  এসব প্যাকেজের মধ্যে রয়েছে চাউল -৩ কেজি,. ডাল – আধা কেজি, আলু – ২ কেজি, পেয়াজ – ১ কেজি,সয়াবিন তেল – ৫০০ গ্রামের বোতল, লবন – ১ প্যাকেট, দুধ – ৫০০ গ্রাম, চিনি – আধা কেজি,সেমাই – ১ প্যাকেট,আটা – আধা কেজি।
এসময়ে সংগঠনের দায়িত্বশীলগণ ছাড়াও,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ