
স্মৃতিময় তুমি-কবি মোহাম্মদ গোলামুর রহমান
একাকিত্বের নির্জন দিন
সময় গড়ে যায় বেদনাসীন,
তোমার স্মৃতির জোয়ারে ভেসে
ভিজে ওঠে নয়ন অশেষে।
চলমান জীবনের পথে
কখনো মধুর সুর বেজে ওঠে,
আবার কখনো দুঃখের টানে
ভাঙা হৃদয় কাঁদে অজানে।
হাসি–কান্নার মিশ্র রঙে
ফুটে ওঠে ফুল কামিনির ঢঙে,
পৃথিবীর বুকে অক্ষয় রেখা
জীবন কাহিনী রবে লেখা।
বুকের ভেতর হাহাকার রয়
স্বপ্নভাঙা কান্না সঙ্গ দেয়,
অশ্রু স্রোতে দিন যায় ভেসে
মন আর মানে না অবশেষে।