
কিশোরগঞ্জ প্রতিনিধি : পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।