আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীভাঙ্গন থেকে ভূরুঙ্গামারীকে রক্ষার দাবীতে মানববন্ধন এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরবর্তী অঞ্চলের নদীর ভাঙনে ভুরুঙ্গামারীর মানচিত্র ধীরে ধীরে ছোট হয়ে আসছে।তাই ভুরুঙ্গামারী রক্ষার্থে এবং নদী ভাঙন রোধ কল্পে দুধকুমার নদী ব্যবস্থাপণা ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য “ভুরুঙ্গামারী উন্নয়ন সংস্থা” উদ্দোগে আজ ৩ অক্টোবর শনিবার বেলা ১১টায় ভুরুঙ্গামারী জামতলা মোড় হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে ছাত্র শিক্ষক,ব্যবসায়ী,সাংবাদিক , রাজনৈতিক সংগঠন,সমাজিক সাংস্কৃতিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ,পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন সহ সকল স্তরের আপামোর জনতার অংশগ্রহণে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ হাজার নারী ও পুরুষ অংশ গ্রহণ করে।প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জেট , সহ সভাপতি কাজি নাকিব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ভুরুঙ্গামারী সরকারি কলেজ এর প্রফেসর আজিজুর রহমান স্বপন, সাবরেজিস্টার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ হেল বাকি তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল সরকার, জেলা পরিসদ সদস্য মাসুদা ডেইজি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন মিরা প্রমুখ। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ