আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

উ‌লিপু‌রে গলায় ফাঁস দি‌য়ে যুব‌কের আত্মহত‌্যা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরের মাদারটারী তেলিপাড়া গ্রামের আনাস মিয়া (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে।
জানা গেছে, সে ঐ গ্রামের সোহরাব হো‌সেন খোকার পুত্র।সে পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে বা‌ড়ির পা‌র্শ্ববর্তী একটি গা‌ছে গভীর রাতে সকলের অজান্তে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে।
এ ব্যাপারে ধরণীবা‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আ‌মিনুল ইসলাম ফুলু জানান, আনাস মিয়া মান‌সিক ভারসাম‌্যহীন ছি‌লেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসলাম উদ্দিন

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ