আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ  ক্যাম্প।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম. শোভন খান জানান, গোপন সংবাদের মাধ্যমে  র‌্যাব
ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার, ১১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চারালবন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও ব্যাবসায় ব্যাবহৃত একটি মোবাইলসহ মাদক ব্যাবসায়ী মোঃ সুজন মিয়া ৩৫ কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ সুজন মিয়া পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মৃত হালিম উদ্দিনের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কেনা বেচার সাথে জড়ি থাকার কথা স্বীকার করে।

এবিষয়ে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ