আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশবান্ধব কাঠের জিপগাড়ি তৈরি করে চমক সৃষ্টি করলেন দুই ভাই

প্রতিদিন সংবাদ ডেস্ক:

শব্দহীন, গাড়ি তৈরিতে খরচও কম। জ্বালানীর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সৌর বিদ্যুৎ। কম ভাড়ায় এমন পরিবেশবান্ধব গাড়িতে চলতে পেরে খুশি যাত্রীরাও।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে গাড়িটি চলাচল করতে দেখা গেছে। গাড়ি তৈরির কারিগর এনামুল হক ও ইমরানুল হক জানান, গাড়িটি তৈরি করতে ব্যয় হয়েছে মাত্র এক লাখ ৩৫ হাজার টাকা।

স্বল্পমূল্যে তৈরি এ জিপগাড়িটি সোলার প্যানেলের পাশাপাশি বিদ্যুৎচালিত ব্যাটারি দিয়েও চলছে। মাত্র দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ১২০ কিলোমিটার এবং সোলার প্যানেল চার্জের মাধ্যমে ১৮০ কিলোমিটার পর্যন্ত চলবে।

এনামুল ও ইমরানুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের হাপানিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে এ ধরনের গাড়ি তৈরি করতে সক্ষমও হন।

বাণিজ্যিক ভিত্তিতে এ ধরনের জিপগাড়ি তৈরি করে বিক্রি ও রপ্তানিতে সরকারি সহযোগিতা চান এই দুই যুবক।

সহযোগিতার আশ্বাস দিয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, তাদের এ কর্মকাণ্ড নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেই আমি মনে করি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ