
মোঃ ফরহাদ হোসেন (চৌহালী) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে চৌহালী সরকারি কলেজ মাঠে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার খালিদ মাহমুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক প্রমূখ৷ এতে দিন ব্যাপি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরির ছাত্র- ছাত্রীদের নিয়ে ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়৷