Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
উলিপুরে ছেলেকে হত্যা করে লাশ গুমের চেষ্টা: ঘাতক মা আটক – Pratidin Sangbad

উলিপুরে ছেলেকে হত্যা করে লাশ গুমের চেষ্টা: ঘাতক মা আটক

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিজের সন্তানকে হত্যা করে লাশ গুমের ঘটনায় ঘাতক মা মোছাঃ ফেরদৌসি বেগম(২৭)কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে ছেলে মোঃ ফরহাদ হোসেন(১০) বাড়িতে ফিরতে দেরি করায় ঘাতক মা অতিরিক্ত শাসন করতে গিয়ে আঘাত করে, এরফলে শিশুটি আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে।  ঘাতক মা ফেরদৌসী বেগম বিষয়টি ধামাচাপা দিতে লাশ গুম করার জন্য এবং হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ১০ সেপ্টেম্বর সকালে একই গ্রামের মোঃ আকবর আলীর ধান ক্ষেতের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন ধানের ক্ষেতের ভিতরে ফরহাদ হোসেনের মৃতদেহ রেখে আসে। মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃত ফরহাদ হোসেনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন জানান, ছেলেকে হত্যায় ঘাতক মাকে আটক করা হয়েছে। সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছেন।
সোমবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।