আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

টিটিসিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিনামুল্যে বাই সাইকেল বিতরণ

টিটিসিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামুল্যে বাই সাইকেল প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ সড়কের কাটাবাড়িয়াস্থ টিটিসি প্রাঙ্গনে এসব সাইকেল বিতরণ করা হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএমইটির মহাপরিচালক কবি মোঃ শহিদুল আলম। টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ গোলাম মস্তোফা,বিএমইটির উপপরিচালক মোঃ আসাদুজ্জামান মোল্লা,সহকারী পরিচালক এসএম মোঃ মাহমুদুল হাসান,সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান মোঃ আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, ডিইএমওর সহকারী পরিচালক মোঃ আলী আকবর,লতিবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আ. রাজ্জাক।

অনুষ্ঠানে টিটিসিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ মেয়ে ও ১৫ ছেলে শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামুল্যে বাই সাইকেল প্রদান করা হয়। এসময় টিটিসির কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ