আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক আলোচনাসভা

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন ও রক্তদান সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার আয়োজনে হোসেনপুরে দুই হাজার মানুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, এবং মানুষকে বিনামূল্যে রক্তদানে উৎসাহ প্রদান করা হয়৷

পরবর্তী সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির বৃক্ষরোপন কার্যক্রম উদ্ভোধন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় কার্যক্রমে সচেতনতামূলক আলোচনা সভার উদ্ভোধন করেন
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ জহিরুল ইসলাম।

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি আশরাফ আলী সোহানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন এডভোকেট সাইদুর রহমান, সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম সহ সমাজসেবক ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির বলেন, আমাদের সংগঠনের মূল স্লোগান হলো, যদি হই রক্তদাতা-জয় করবো মানবতা৷ আমি মানবতার জয় করতে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কে এগিয়ে নিচ্ছি৷ সারাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে৷ হাজারো স্বেচ্ছাসেবক মানুষের মুখে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছে, আমি সকল স্বেচ্ছাসেবক ভাই ও বোনদের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

অনুষ্ঠান শেষে রক্তদাতা এবং রক্তদানে বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়৷ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাহিদা আরাবী, আব্দুল্লাহ আল মাসুদ, আজিমুজ্জামান রাজিম অন্যান্য বক্তিবর্গ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ