আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সিপিবির সমাবেশ-লাল পতাকা মিছিল

পল্টন ময়দানে নিহতদের স্মরণে, ভোট-ভাত, শিক্ষা, চিকিৎসাসহ কর্মসংস্থান সংগ্রাম জোরদার করার লক্ষ্যে কিশোরগঞ্জে সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজার-রংমহল চত্বর থেকে লাল পতাকার মিছিল বের করা হয়।
পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংমহল চত্বরে এসে শেষ হয়।
এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা সিপিবি সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ ও সৈয়দ নজরুল ইসলাম।
বক্তারা ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির নিহতের স্মরণ করে শ্রদ্ধা জানান।
পাশাপাশি ভোট-ভাত, শিক্ষা, চিকিৎসাসহ কর্মসংস্থান সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ