আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অফিস হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকোনুজ্জামান। বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জিদা ফেরদৌসি, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেন, কাউন্সিলর রোস্তম আলী তোতা প্রমুখ।
এতে সরকারের ২৩টি মন্ত্রণালয়ের অধীন ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণকারীদের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসনের উপায় নিয়ে পেপার প্রেজেন্টশন উপস্থাপন করেন শহর সমাজসেবা অফিসার আবু সুফিযান। এ সময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ