আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতিকুর নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতিকুর মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাত এক ঘাতক যানের চাপায় ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) নিহত হয়েছেন।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে। তিনি নিকলী উপজেলার ধারীশ্বর গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ির সন্তান।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা শহরের নগুয়ার বাসা থেকে রোববার (৬ ডিসেম্বর) সকালে মোটর সাইকেলযোগে সৈয়দ আতিকুর রহমান ইটনা উপজেলার বাদলায় কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় বেপরোয়া গতির একটি অজ্ঞাত যান মোটর সাইকেলটিকে চাপা দিলে হেলমেট ভেঙ্গে সৈয়দ আতিকুর রহমান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ