আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিজয় দিবসে চার মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও যুদ্ধাপরাধী মামলার উদ্যোক্তা রেজাকে সম্মাননা প্রদান

আমিনুল হক সাদী ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে চার
মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও যুদ্ধাপরাধী মামলার উদ্যেক্তা রেজাউল হাবীব রেজাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান
করা হয়েছে। ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের থানা মার্কেটের
মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ আয়োজনে
অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান
পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ
হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ইসমাইর হোসেন মধু মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত উদ্দিন ভুঁইয়া ও
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা। মহান বিজয় দিবসের তাৎপর্য ও
গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবুল বাহার,
উপদেষ্টা শিল্পী আবুল হাশেম বাঙালি, সমন্বয়কারী ডাঃ মোবারক হোসেন খান, সভাপতি নাট্যকার মোঃ
আজিজুর রহমান, সহসভাপতি এম এ হালিম তালুকদার, কবি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক
আমিনুল হক সাদী, সংগঠনের নারী অংশের সভানেত্রী সূবর্ণা দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক নীরব
রিপন, সহ সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, সহকারী প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল,
কবি মিরাশ উদ্দিন ফকির, শিল্পী মোঃ জসীম উদ্দীন, শিল্পী মাজাহারুল ইসলাম লিটন, কবি আলমগীর অলীক,
শিল্পী সানজিদা উষা, কবি এস এম মতুর্জা জামাল, দন্ত চিকিৎসক হীরা মিয়া, তানভীর আহমদ, মাসুম
বিল্লাহ, রাখাল চন্দ্র দেব নাথ প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা
মোঃ হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ইসমাইর হোসেন মধু মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত উদ্দিন
ভুঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কিশোরগঞ্জের রাজাকারদের বিচারের আওতায় আনার মামলার উদ্যেক্তা মোঃ
রেজাউল হাবীব রেজাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ সময় একাত্তরের শহিদদের স্মরণে
দেশাত্ববোধক গানের মূচ্র্ছনায় তম্ময় ও বিমোহিত, ছড়ার ছন্দে উদ্বেলিত, কবিতার বজ্রনিনাদে
তরঙ্গায়িত হয়ে ওঠছিল। এক প্রাণ স্পন্দন উৎসবে মেতেছিলো মুক্তিযুূদ্ধের চেতনা লালনকারী
কিশোরগঞ্জের একমাত্র সাহিত্য সংগঠনটি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ