আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি মাতিয়েছে ভোরের আলো সাহিত্য আসর

 

প্রতিদিন ডেস্ক:
মহান বিজয়ের মাসে কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসর মহাবীর ঈশা খানের স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি মাতিয়েছে। শুক্রবার সকালে করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়িতে সংগঠনের ৬৫৪ তম আসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার সালেহ আহমেদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান। অতিথি আলোচক ছিলেন জঙ্গলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক আল আমিন লিটন, শহীদ পরিবারের সন্তান জামিল আনসারী। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন, জঙ্গলবাড়ি ইতিবৃত্ত গ্রন্থের লেখক কিশোর কবি মাসুম, ঈশা খানের পনের তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খান, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ আবুল বাহার, উপদেষ্টা লায়ন এসএম জাহাঙ্গীর আলম, সমন্বয়কারী ডাঃ মোঃ মোবারক হোসেন খান, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, নারী পক্ষের সভাপতি সুবর্ণা দেব নাথ, পুঁথিকার এ এসএম নাজমুল আলম, লেখক মোঃ মিরাশ উদ্দিন ফকির, দন্ত চিকিৎসক হীরা মিয়া, শিল্পী মোঃ জসিম উদ্দিন, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম ভূইয়া, শাহীন মিয়া, প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক রাকিবুল হাসান রুকেল, কবি সানজিদা ঊষা, তামান্না আক্তার স্মৃতি, রীমা আক্তার, সামিয়া আফরোজ, অর্পিতা, ঐশ^র্য ইসলাম ঐশী প্রমুখ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হলে শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন এবং কবিগণ তাদের স্বরচিত লেখা আবৃত্তি করেন। কবিতা গানে আর ইতিহাসের আলোচনায় মুখরিত হয়ে ওঠে জঙ্গলবাড়ি।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ