আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা দাবা লীগ আয়োজনের প্রস্তুতি

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
প্রথমবারের মত দাবা লীগ আয়োজন করতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চলতি মাসের শেষ সপ্তাহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভা কক্ষে এই লীগ আয়োজন করা হবে। দাবা লীগ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তের কথা জানান, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দাবা লীগ এর আহবায়ক নাজমুল ইসলাম সরকার। দাবা লীগে কিশোরগঞ্জ জেলার যে কোন বয়সী নারী অথবা পুরুষ ক্লাবের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ছয় জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে ক্লাবগুলোকে।

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি. এর মধ্যে আগ্রহী ক্লাবদের কিশোরগঞ্জ
জেলা ক্রীড়া অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে একই স্থানে জামা দিতে হবে। কিশোরগঞ্জ জেলায় দাবা খেলার প্রসারের জন্য সার্বিক সহযোগিতা আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার
(সদর) এবং দাবা লীগ এর সদস্য সচিব অনির্বান চৌধুরী। দাবা লীগ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড: এম এ আফজল, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, ক্রীড়া শিক্ষক মো: আব্দুল্লাহ এবং চয়ন দত্ত।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ