আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শিল্পী তাবাস্সুমকে সম্মাননা ও সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ চিত্রাংকন, খেলাধুলা ও সংগীতে বিশেষ অবদান রাখার জন্য নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাবাস্সুমকে সম্মাননা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মোস্তাক আহমেদ হত্যা রহস্য উদঘাটন এবং সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
শুক্রবার সকালে সমবায় প্রবীণ হিতৈষী কার্যালয়ে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার শিক্ষা বিষয়ক যুগ্ম সম্পাদক রামিমা নেওয়াজ নিশি, নির্বাহী সদস্য মোঃ ওয়াজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের কিশোরগঞ্জ শাখার সভাপতি লেখক ও ইতিহাসবিদ মু.আ.লতিফ, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, বীরমুক্তিযোদ্ধা আ.মতিন। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় সভার শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী। সংবর্ধিত অতিথি ছিলেন শিল্পী তাবাস্সুম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি এম এ হালিম তালুকদার, সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, সাংবাদিক নুরুল ইসলাম, নিউজ ১৭ বিডির সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক এমএ হান্নান, ফরহাদ হোসেন, কবি সুবর্ণা দেবনাথ, শিল্পী নিরব রিপন, জহিরুল হাসান রুবেল, রেহান উদ্দিন রেহান, মুহিবুর রেজা আহাম্মদ, সুলতানা রাজিয়া, ডাঃ হীরা মিয়া, সানজিদা উষা, সাদিয়া জাহান রেজা, নাদিয়া জাহান রেজা,নাজমা আক্তার, ,কবি মাহফুজুর রহমান প্রমুখ।
পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মোস্তাক আহমেদ হত্যা রহস্য উদঘাটন এবং সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, শিক্ষা বিষয়ক যুগ্ম সম্পাদক রামিমা নেওয়াজ নিশি, নির্বাহী সদস্য মোঃ ওয়াজিউর রহমান,কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজা,সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীসহ জেলায় কর্মরত সাংবাদিক, কবি,সাহিত্যিক,লেখক ও শিল্পীরা উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ