আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে নিউইয়র্কের ম্যানহাটনে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১২ মে সংঘর্ষের ঘটনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে, যা এখন ভাইরাল।

ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষকের সমর্থকদের থামানোর চেষ্টা করছেন পুলিশ। এ সময় কেউ কেউ পুলিশের সঙ্গে সংঘাতেও জড়িয়ে পড়েন।

‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা। সেসময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনও মরতে দেব না’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীর।

একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারী কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ