আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় ত্রিশে পা দিলো

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় ত্রিশে পা দিলো । শিক্ষা ও সচতেনতার জন্য নাটক এ স্লোগানকে সামনে রখেে ১৯৯১ সালরে ২৯ জুন শিকড় নাট্য সম্প্রদায় প্রতষ্ঠিতি হয়ছেলিো। এ সংগঠনটি হাটি হাটি পা পা করে আজ ৩০ শে পা দলিো। সংগঠনটি এ পযন্ত অনকে নাটক মঞ্চস্থ করছে। এর মধ্যে উল্লখেযোগ্য নাটক- চোরচোর, খলোখলো,ঘরজামাই, ১৯৭১, কুঞ্জস,কাজলরখো,মহুয়া,চন্দ্রাবতী, মঙ্গলমুখ ইত্যাদি নাটক মঞ্চস্থ করছেেএই সংগঠনটি দেশি বিদেশী নাট্য উৎসবে অংশ নিয়ে  নানা সম্মাননা ও পুরস্কার পেয়েছে। সংগঠনের সভাপতি জেলা পরষিদ সদস্য ফৌজিয়া জলিল ন্যন্সী ও সম্পাদক জিয়াউল হক সোহাগ জানান, সংগঠনটি ৩০ এ পা দেওয়ায় ‘আমাদরে বকুল’ নাটকটি মঞ্চস্থ করতে প্রস্ততি নিচ্ছিল কিন্তু করোনা পরস্থিতিরি কারণে তা আর হলো না। তবে করোনা পরস্থিতিি স্বাভাবকি হলে নাটকটি আমরা মঞ্চস্থ করতে সক্ষম হবো।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ