আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে রাস্তা দখলমুক্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে মসজিদ ও রাস্তার জায়গা দখলমুক্ত ও অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবীতে মানববন্ধন করেছে কলাপাড়া আশরাফিয়া মসজিদ কমিটি ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ মার্চ) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। কলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান বাচ্চু, ইউপি সদস্য আব্দুল হালিম প্রমুখ।মানবন্ধনে বক্তারা বলেন,প্রভাবশালী মহলের হস্তক্ষেপে কলাপাড়া মোড় থেকে আলমগীর রেজা মুরাদের বাড়ি পর্যন্ত জাইকা প্রকল্পের ৪০০ মিটারের রাস্তার মধ্যে ১৫০ মিটার রাস্তা নির্মাণ করা যায়নি। এলাকাবাসীর দীর্ঘ চেষ্টায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারের মাধ্যমে ৪০ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পটি শুরু হয়। কিন্তু প্রভাবশালী মহলের কারণে ৪০০ মিটারের রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি। প্রকল্পের প্রায় ১৪ লাখ টাকা ফেরত যায়। এই রাস্তাটি তাড়াইল-কিশোরগঞ্জে যাতায়াতের জন্য অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আমরা এলাকাবাসী মসজিদের জায়গা দখলমুক্ত দেখতে চাই। রাস্তার জায়গা দখলমুক্ত দেখতে চাই এবং অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ পুনরায় শুরু করে আমাদেরকে দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই।

এ সময় স্থানীয় এলাকাবাসী,জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ