আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের মহিনন্দে ভাতাভোগীদের টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছে উদ্যোক্তারা

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের বাড়িতে গিয়ে ভাতার টাকা প্রদান করছে উদ্যোক্তরা।
জানা গেছে করোনা পরিস্থিতিতে জন সমাগম এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার জেলা সদরের মহিনন্দ নয়াপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতাভোগীদের মধ্যে ব্যাংক এশিয়ার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ হেলিম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মহিনন্দ ইউনিয়ন ডিজটাল সেন্টারের সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম, মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন, এজেন্ট ব্যাংক এশিয়া জালালপুর শাখার সিওটু এসএম তানভীল সাগর, সমাজকর্মী হেলাল উদ্দিন প্রমুখ।
ভাতাভোগী ফিরোজ শাই বলেন, ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে অনেক ভীড়ের মধ্যে পড়তে হতো। আর আজ কোনো ভীড় নেই। উদ্যোক্তাগণ নিজেরা ইউনিয়নের প্রতি ওয়ার্ডে গিয়ে ভাতা বিতরণ করায় ভাতাভোগীরাও দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম ও মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন বলেন,ইউনিয়ন ডিজটাল সেন্টারের উদ্যেক্তারা সরকারের সকল সেবাকে পৌঁছে দিচ্ছে জনগণের দোরগোড়ায়। ফলে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছে। এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ