আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগেঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা শহরে বুধবার (৪ আগস্ট) সকালে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬শ’ পিস ইয়াবাসহ মো. কুতুব উদ্দিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. কুতুব উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম বুধবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কুতুব উদ্দিনকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-১৪ এর সিপিসি-, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি জানিয়েছেন।

 

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ