আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাসমান সবজি উৎপাদনে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভাসমান সবজ উৎপাদনে কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভাসমান সবজি ও মসলা গবেষণা স¤প্রসারণ জনপ্রিয়করণ (ডিএই অংশ) প্রকল্পের আওতায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার কৃষি বিভাগের হল
মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ন সচিব মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাসমান সবজি ও মসলা গবেষণা স¤প্রসারণ জনপ্রিয়করণ প্রকল্পের পরিচালক বিজয় কৃষ্ণ বিশ^াস, কিশোরগঞ্জ খামার বাড়ির কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিত সংরক্ষণ) আবুল হাশেম প্রমুখ।

সদর উপজেলা কৃষি স¤প্রসারণ বিভাগের আয়োজনে ভাসমান সবজি ও মসলা
গবেষণা স¤প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউয়িনের ৬০ জন কৃষক ও কৃষাণীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ জেলা সদরের মহিনন্দ কাশোরারচর বিলে ভাসমান সবজির প্লট
পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, ভাসমান চাষী ফয়েজ উদ্দিন, নুরুল ইসলাম, শরিফুল ইসলাম রতন,
লোকমান হোসেন মাস্টারসহ অন্যন্য চাষী, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ