আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের মহিনন্দে ১১তম ঐতিহ্য সংরক্ষণ দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে ১১তম ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে জেলা সদরের মহিনন্দের নীলগঞ্জ-তাড়াইল সড়কের পাশে অবস্থিত
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক-লেখক আমিনুল হক সাদী। সংগঠনের
সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মহিনন্দ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন,কিশোরগঞ্জ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কাশেম শামীম, মোঃ জহিরুল ইসলাম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহসভাপতি এনামুল হক বাবুল, সহ-সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন,
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. মাহতাব উদ্দিন, আলমগীর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কবি আলমগীর অলীকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মহিনন্দ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক সাদী দিবসটি উপলক্ষে ইতিহাসের আলোকে ১১ নভেম্বর শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। পঠিত প্রবন্ধের উপর উপস্থিত সকলেই আলোচনা করেন। এর আগে দিবসটি উপলক্ষে মাস্ক ও বই বিতরণ করা হয়। সংগঠক আমিনুল হক সাদী জানান, এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণ
করতে ২০০৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। পরে ২০১০ সালের ১১ নভেম্বর মহিনন্দের ইতিকথা নামে একটি প্রকাশনা বইয়ের উৎসবের আয়োজন করা হয়। কিন্থ নির্ধারিত দিনে মহিনন্দে গ্রন্থটি প্রকাশিত হয়নি। তবে একই দিনে একই সময়ে তা বৌলাই জমিদার বাড়িতে আতœপ্রকাশ ঘটে। এরপর থেকে প্রতি বছর এ সংগঠনটি এ দিনটিকে স্মরণ করে রাখার লক্ষে ঐতিহ্য
সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে। এছাড়া এ সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমও বাস্তবায়ন করে আসছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ