আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এক বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হয়ে যাওয়া একটি অটো মিশুকসহ মো. শাহিন ওরফে শাকিল (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে।

শনিবার (২০ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলায়র যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হয়ে যাওয়া অটো মিশুকটি সহ তাকে আটক করা হয়।

আটক হওয়া চোর চক্রের সদস্য মো. শাহিন ওরফে শাকিল কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামের মো. আবদুছ সালামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গত ২৯ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে তার অটো মিশুক গাড়ি চুরির বিষয়ে একটি অভিযোগ করেন।

অভিযোগে মো. সাইফুল ইসলাম উল্লেখ করেন, তার অটো মিশুকটি আব্দুল মান্নানের গ্যারেজে রাখা ছিল। সেখান থেকে গত ২৫ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিক থেকে ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার মধ্যে গ্যারেজের দরজার তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখে জড়িতদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম শনিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায়র যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চুরি হয়ে যাওয়া অটো মিশুকটি সহ চোরচক্রের সদস্য মো. শাহিন ওরফে শাকিলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তারা দুই/তিন জন মিলে গ্যারেজের তালা ভেঙ্গে অটো মিশুকটি চুরি করে।

এ চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া এ ঘটনায় আটক মো. শাহিন ওরফে শাকিল এর বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ