আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 
 
করিমগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে রোববার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা নূর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ। এতে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল।
 
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে এর সুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। পরে প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ