আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা পাবলিক লাইব্রেরীর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা প্রদান

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরীর নবনির্বাচিত কমিটির সদস্যাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার, ১৫ জানুয়ারি সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবিরি সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরীর নবনির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আইয়ুব বিন হায়দার ও অ্যাডভোকেট শেখ  নূরুন্নবী বাদল, সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক মু.আ. লতিফ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দপ্ততর সম্পাদক এনামুল হক কামরুল, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো. ফজলুর রহমান দুলাল, সংরক্ষিত মহিলা সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী ও লুৎফুন্নেছা চিনু,কার্যকরী সদস্য সামিউল হক মোল্লা, নিজাম উদ্দিন শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, বিআরডিবি’র উপ-পরিচালক মো. হাফিজুর রহমান ভূঁইয়া, বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আবুল বাহার, আবাসন কনসালটিং ফার্মের সত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি এম এ হালিম তালুকদার, সমন্বয়কারী ডা. মো. মোবারক হোসেন খান, সহ সমন্বয়কারী হাজী আবু সাঈদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক আমিনুল হক সাদী।

অনুষ্ঠানে উপস্থিত সহ-সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, সহ সাংগঠনিক রেহান উদ্দিন রেহান, নাদিয়া জাহান রেজা, শিল্পী মাজহারুল ইসলাম প্রমুখ।

পরে ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরীর নবনির্বাতিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় জেলা পাবলিক লাইব্রেরী ও  ভোরের আলো সাহিত্য আসরের কর্মকর্তাগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ