আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে ঘোড়জান ইউনিয়নে অতি দরিদ্রের ৪০দিনের কর্মসূচির উদ্বোধন

মোঃ ফরহাদ হোসেন(চৌহালী)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চৌহালী উপজেলা ঘোড়জান ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় ১ম পর্যায় কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
আরও উপস্থিত ছিলেন, ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব শাহাদাত হোসেন সহ সকল ইউপি সদস্য বৃন্দ ও অএ এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ, আপামর সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফারুক হোসেন জানান, ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে উপজেলার ঘোরজান ইউনিয়নে ১শত ১৪ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে মোট ১৬ হাজার করে টাকা পাবে।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কাজ বাস্তবায়ন করছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ