আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে উদীচির একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জ প্রতিনিধি : “শ্রেনীভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশি ” স্লোগানে উৎসব মূখর পরিবেশে কিশোরগঞ্জে উদীচি শিল্পী গোষ্ঠীর একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মণের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আছলাম রিপন, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ মিজানুর রহমান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, সারোয়ার কামাল রবিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি আঃ রহমান রুমী, জেলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক সিনিয়র সাংবাদিক মু. আ, লতিব, সুজনের জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. নাসির উদ্দিন ফারুকী, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আঃ হাই, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

সম্মেলন পুর্ব অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি এড. শেখ নূরন্নবী বাদল ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।


সম্মেলন শেষে বিকালে ৬৫জন কাউন্সিলের মাধ্যমে ভোটধিকার প্রয়োগ করেন।
আবারও সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন ভুইঁয়া, সাধারারণ সম্পাদক স্বপন কুমার বর্মন নির্বাচিত হন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ