আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্তিত্বে বহমান-সুলেখা আক্তার শান্তা

বাঙালির অস্তিত্বে বহমান তুমি শেখ মুজিবুর রহমান।
ভুলি নাই হে জাতির পিতা তোমায় ভুলি নাই,
তোমার জন্য পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
ধন্য জন্ম আমার জন্মেছি স্বাধীন দেশে,
বাঙালির শ্রেষ্ঠ বাঙালি তুমি ইতিহাসে বহমান
বাঙালি তুমি সহস্র বছরের শ্রেষ্ঠ কীর্তিমান।
তুমি আছো বাঙালি জাতির হৃদয়ে অম্লান
মনের মনিকোঠায় অস্তিত্বে সত্বায় বিদ্যমান।
কি করে ভুলি একাকার তুমি সমস্ত চেতনায়।
উন্নত শিরে সগৌরবে গর্বে স্বাধীনতায়
অভিষ্ঠ লক্ষ্যে জাতিকে করেছ বেগবান।
সমীহের দৃষ্টি এখন পৃথিবীর প্রতি প্রান্তে
দূর থেকে দূরান্তে জয়গান জয়গাঁথায়।
তুমি ছিলে উজ্জ্বল পথের দিক নির্দেশনা,
তুমি ছিলে আলোকবর্তিকা দেশ-জাতির।
আদর্শের প্রতিষ্ঠিতা তোমার জন্য গর্ব আমাদের
দিকনির্দেশনা সহস্রা বছরের পরাভূত জনতার।
অতৃপ্ত চিত্ত জন্ম হয়নি সেই মহাকালে,
সরব যখন তুমি কর্মে মহিমায়।
তোমাকে যারা পায়নি সশরীরে,
অতৃপ্ত চিত্ত দেখা হয়নি গৌরব গরিমা।
তুমি নাই তবু তুমি আছো
জাতির শোণিতধারায় তুমি বহমান,
হে বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবি-সুলেখা আক্তার শান্তা

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ