আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিপুল পরিমান জাল স্ট্যাম্পসহ প্রতারক চক্রের সদস্য আটক

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জালস্ট্যাম্পসহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে জালিয়াতি চক্রের একজনকে আটক করেছে।

রবিবার ৩ এপ্রিল সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের তেরিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০টাকার ১৬ হাজার২শ’ টি ছোট জাল স্ট্যাম্প, ১০ টাকার ১২০টি বড় জালট্যাম্প,১০০ টাকার ২শ’ টি জাল স্ট্যাম্প এবং জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করে জব্দ করা হয।

আটক হওয়া প্রতারক চক্রের সদস্য মো. রফিকুল ইসলাম জেলার কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান,মো. রফিকুল ইসলাম জালিয়াতি ও প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। চক্রটি জাল স্ট্যাম্প তৈরি করে সেগুলো সারাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জাল স্ট্যাম্প জালিয়াতি ও  প্রতারক চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়।এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প  তৈরি করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে মানূষকে ধোকা দিয়ে আসছে বলে স্বীকার কর।

এ বিষয়ে তার বিরোধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ