আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ১৯৫তম ঈদের জামাত

 দুই বছর পর আবারও অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত। এশিয়ার বৃহত্তম এ ঈদের জামাতে জায়নামায ও মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। নিরাপত্তা জোরদারে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। গতকাল বুধবার (০৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ১৯৫তম ঈদ-উল-ফিতরের নামাজ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা তিনি জানান। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জহিরুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন, র্যাব- ১৪ (সিপিসি-২) কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়া মাহমুদ খান, জেলা তথ্য অফিসার মোঃ শামছুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাংবাদিক একে নাছিম খান, সাইফুল হক মোল্লা দুলু, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক চকর মালিথা ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। সভায় শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল চলাচল করবে। এছাড়াও সিসি ক্যামেরা, নিরাপত্তা চৌকী, ড্রোন ক্যামেরাসহ ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। তাছাড়াও বেসরকারী টিভি চ্যানেল আই উক্ত জামাত সরাসরি সম্প্রচার করবে। ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ ০১৯১১৫৫৮৭৮৫

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ