আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কারার মাহ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার দেলোয়ার হোসেনকে লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় শত শত শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। বিদ্যালয় সূত্রের জানা গেছে, এলাকার এক বখাটে স্কুল ছাত্রীদের স্কুলে আসা ও যাওয়ার পথে ইভটিজিং করে আসছে। এর প্রতিবাদ করেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা।

বখাটে সাদ মাহমুদ (২০) কে আসামি করে কারার মাহ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়া বখাটে সাদ মাহমুদ প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনকে রড দিয়ে পেঠানোর জন্য উদ্ধ্যোত হন। এ সময় বিদ্যালয়ের অফিস সহায়ক ইসমাইল প্রতিবাদ করলে বখাটে সাদ মাহমুদ তাকেও পিঠিয়ে আহত করেন বলে স্কুলের প্রধান শিক্ষক এ প্রতিনিধিদের জানান। এ বিষয়ে গত কাল মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এক সম্মেলন করেন।

এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী আরিফ জানান, বখাটে সাদ মাহমুদকে অচিরেই গ্রেফতার করা হবে বলে উল্লেখ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ