আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে কিশোরগঞ্জে সচেতনতা মূলক প্রচারনা ও পথসভা অনুষ্ঠিত

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে বাপার আয়োজনে এবং ৫টি সামাজিক সংগঠনের অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে প্রচারনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেণ কিশোরগঞ্জ বাপার সভাপতি শরীফ সাদী । তিনি শহরবাসীকে সচেতন করতে বলেন, আমরা ইচ্ছে করলেই আমাদের শহরের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে পারি। এটা আমাদের শহর, আমাদেরকেই বাচাতে হবে । তিনি আরো বলেন, আমরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকি, যদিও ব্যবহার করি, তবে তা ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলি এবং আরো গুরুত্বপূর্ণ সচেতনামূলক বক্তব্য রাখেন।
প্রচরনা এবং পথ সভায় অংশগ্রহণ করেন সচেতন নাগরিক (সনাক), পরিবেশ রক্ষা মঞ্চ (পরম), সম্মেলিত সামাজিক আন্দোলন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদস্যবৃন্দ।


দিনব্যাপী প্রচারনার পর বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ