আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে “উন্মুক্ত বৈঠক”

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় বার্ষিক কর্মচুক্তি এপিএর আওতায় উন্মুক্ত বৈঠক করেছে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৪টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নীলগঞ্জ রোডস্থ মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহায়তায় জেলা তথ্য অফিস এর
উদ্যোগে “উন্মুক্ত বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বৈঠকে জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক, মহিনন্দ ইউনিয়নের
৩নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল উদ্দিন ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব সংগঠক আমিনুল হক সাদীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৩০ জন মহিলা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বৈঠকের আয়োজক জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, করোনা ভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, সরকারের অর্জিত সাফল্য, ভিশন ২০৪১ ও উন্নয়ন পরিকল্পনা, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, মাদক ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ