আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী যুব আন্দোলনের শীর্ষক আলোচনা

 

ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ইআগষ্ট ) বিকাল ৩টায় শোলাকিয়া জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মু’তাছিম বিল্লাহ মুত্তাকী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ হ ম আলাউদ্দীন। জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমাদ, জলা আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ রোকন উদ্দিন, জেলার সাবেক সভাপতি, মুফতী বরকত হোসাইন।

প্রধান অতিথি বলেন দেশের যুব সমাজ কে মাদক মুক্ত করতে হলে,নববী আদর্শের বিকল্প নেই, তিনি আরো বলেন, আদর্শ যুব সমাজ গঠনে ইসলামী যুব আন্দোলন অগ্রনী ভূমিকা পালন করছে, শুধু তাই ইসলামী যুব আন্দোলন এর মাধ্যমে এদেশের হাজারো লাখো যুবক তাদের নৈতিক চরিত্র ফিরে পেয়েছে। বিশেষ অতিথিরা বলেন, এদেশের হাজারো লাখো যুবকরা ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সঠিক পথ তারা খুঁজে পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবরারুল হক, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা যুগ্ন সাধারণ সম্পাদক, মুহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ তন্ময়, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা ফাইজুল ইসলাম, অর্থ সম্পাদক, মুহাম্মদ আবু হানিফ, প্রচার সম্পাদক, মুহাম্মদ আবু নাঈম, প্রকাশনা সম্পাদক, মাওলানা মানসুর আহমাদ সোহাগ, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক, মাহফুজুর রহমান খাঁন,যুব কল্যাণ সম্পাদক, মাওলানা হাবিবুল্লাহ হুমায়ূন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মুহাম্মদ শরীফুল ইসলাম সজীব,আইন বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মুহাম্মদ সফিউল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক, মুহাম্মদ ইসমাইল হোসাইন,সমাজ কল্যাণ সম্পাদক, ইসমাইল মিয়া, শিল্প ও বানিজ্য সম্পাদক, মুহাম্মদ শরীফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ৷

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ