আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, অভিযুক্ত গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে কিশোরীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আনাস মিয়া (১৯) ঐ গ্রামের আঃ রহমানের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, একই গ্রামের ঢাকায় কর্মরত পোশাক শ্রমিক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাসে অভিযুক্তের সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। গত ঈদের পর দিন বিয়ের বিষয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে আলোচনায় বসে। কিন্তু ছেলে পক্ষ মেয়েকে মেনে নিতে রাজি না হয়ে হুমকি প্রদর্শন করে।

পরে ঐ কিশোরীর মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩ এর সংশোধিত ৯ এর ১ ধারা অনুযায়ী যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে।

মামলার অভিযোগের প্রেক্ষিতে আনাস কে বুধবার (১০ আগস্ট) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ