আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে অবৈধভাবে কবরস্থানের গাছ বিক্রির অভিযোগ

নিকলী প্রতিনিধিঃ নিকলীতে ভাটি বরাটিয়া কবরস্থানের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী।

নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রামে কবরস্থানটির অবস্থান।স্থানীয় সুত্রে জানা গেছে গত শতকের চল্লিশের দশকে স্থানীয় দাতাদের দানের জমিতে (ওয়াকাফ্) কবরস্থানটি প্রতিষ্টিত হয়।গ্রামটিতে প্রায় ষোল হাজার মানুষের বাস।শেষ ঠিকানা এই কবরস্থান।

গ্রামের পাশেই কবরস্থানটি বর্ষায় দ্বীপ সদৃশ্য।প্রতিকূল আবহাওয়ায় কবরস্থানটি টিকিয়ে রাখতে গাছগুলোর ভূমিকা অনস্বীকার্য।

তিন একরের কবরস্থানটির রয়েছে প্রায় সাড়ে তিন একর চাষের জমি,যা প্রতি বছর লিজ দিয়ে একটা আয়ের উৎস।
প্রতিটি সামাজিক প্রতিষ্টানের পরিচালনায় কমিটি থাকলেও এই কবরস্থান পরিচালনায় কোন কমিটি নাই দীর্ঘদিন যাবত।আয় ব্যায়ের কোন হিসাবও নাই।

সাম্প্রতিক সময়ে স্থানীয় মসজিদ কমিটি গাছ বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করলে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।তারই প্রেক্ষিতে নিকলী উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।উল্যেখ্য কবরস্থানে গাছ আছে প্রায় ৪০/৫০টি।যার বর্তমান বাজার মুল্য ৫/৬লক্ষ টাকা।

উল্যেখিত অভিযোগের সত্যতা স্বীকার করে নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলাপারভিন বলেন,সিংপুর ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিংপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী বলেন,গাছ বিক্রির অভিযোগ পেয়েছি,এবং দুপক্ষকেই পরিষদে উপস্থিত হয়ে তাদের মতামত জানাতে নোটিশ পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ