আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে দিনেদুপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (২২) নামে এক যুবক কে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের জনৈক জালাল মিয়ার খালি ঘরে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির গোঙানির শব্দ শোনে মারাত্বক রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

এদিকে সন্ধ্যায় করিমগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযুক্ত মোজাম্মেল হক কে গ্রেফতার করে। সে একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

শিশুটির পিতা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমাদের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ