আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে দিসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, বিআরডিবির সাবেক পরিচালক অ্যডভোকেট মোঃ নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, রেজিষ্ট্রেশন অফিসার হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, কনাসালটেন্ট ডাঃ দ্বীন ইসলাম
নয়ন, প্রবেশন অফিসার মো: মহসিন, শারিরিক প্রতিবন্ধী মোঃ ইব্রাহীম,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী মুক্তা পানির ডিলার সৈয়দ ইয়াছিন প্রমুখ।
সভায় বক্তারা ইশারাভাষী জনগোষ্ঠীর অধিকার আদায়ে ‘বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট’ স্হাপনের জন্য সরকারের কাছে দাবি জানান। এ সময় সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্হার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের স্বতন্ত্র এবং বৈচিত্র্যপ‚র্ণ জীবন অভিজ্ঞতায় সবচেয়ে গুরুত্বপ‚র্ণ বাংলা ইশারা ভাষা। প্রতিবন্ধিতার কারণে এই ভাষা ছাড়া অন্য কোন ভাষায় তাদের যোগাযোগের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রš’মেলার উদ্বোধনকালে বাংলা ইশারা ভাষাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি ঘোষণা দেন।
এরপর থেকেই প্রতিবছর ৭ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট স্হাপন আজ সময়ের দাবি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ