আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় টিভির বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কি‌শোরগ‌ঞ্জে কর্মরত সাংবাদিক ও সুশীল সমা‌জের নেতারা।মঙ্গলবার (৭ ফেব্রুয়া‌রি) দুপুরে শহ‌রের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্ব‌রে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন সময় টিভির কি‌শোরগঞ্জ স্টাফ রি‌পোর্টার নূর মোহাম্মদ।প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা ক‌রেন কি‌শোরগঞ্জ প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি ও বাংলা‌ভিশ‌নের জেলা প্রতি‌নি‌ধি এ কে না‌ছিম খান, সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতি‌নি‌ধি সাইফুল মা‌লেক চৌধুরী, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপ‌তি ও এটিএন নিউ‌জের জেলা প্রতি‌নি‌ধি শ‌ফিক আদনান, সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি বিজয় রায় খোকা, জেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও মানবজ‌মি‌নের স্টাফ রি‌পোর্টার আশরাফুল ইসলাম, কি‌শোরগঞ্জ সাংবা‌দিক ফোরা‌মের সভাপ‌তি ও জি‌টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মুনিরুজ্জান খান চৌধুরী সো‌হেল, জেলা কৃষক স‌মি‌তির সভাপ‌তি ডা. এনামূল হক ইদ্রিস প্রমুখ।

এ সময় বক্তারা সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধের দা‌বি জানান। এছাড়া পুলিশ বাড়িতে গিয়ে তার পবিবারকে হয়রানির ঘটনায় জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়ারও দা‌বি জানান তারা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ