আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কিশোরগঞ্জ,প্রতিনিধি : কিশোরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক সমাবেশ, প্রশিক্ষণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার(১২ ফেব্রুয়ারি) সকালে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে সাংবাদিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা ও সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী।

এতে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান,বিশেষ অতিধি বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী সাইফ উদ্দিন আহমেদ লেনিন। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু,ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মো. আজিজুর রহমান,বাংলাদেশ প্রেসক্লাব কিশোর সদর উপজেলা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি শফিক কবীর, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রজা সুমন, ঢাকা পোস্ট কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু,দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আবুল কাশেম বক্তব্য রাখেন।


সংস্থার উপদেষ্টা তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান,শেখ আবুল মনসুর লনু,
লায়ন এসএম জাহাঙ্গীর আলম, সহ সভাপতি নজরুল ইসলাম খায়রুল, আসাদুজ্জামান আসাদ,সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান তামীম, সদর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন,সম্পাদক রেহান উদ্দিন রেহান, হোসেনপুর ইউনিটের সভাপতিসহ আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য,সংহতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানান।
পরে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ