আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৫ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

 

কিশোরগঞ্জে আগামীকাল (সোমবার) ২০ ফেব্রুয়ারী
৪ লাখ ৯৯ হাজার ৭১৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ১৩ উপজেলায় ১১১টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৯৪৩জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘ এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ২ হাজার ৭৭৪ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যান সহকারি, সি এইচ সিপি ও ভলান্টিয়ারসহ মোট ৬ হাজার ৭৯৯ জন কর্মী ক্যাম্পেইন কাজে নিযুক্ত থাকবেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামছুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ