আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিশোরগঞ্জ জেলা শহরের শতাব্দীর প্রাচীনতম বিদ্যাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ড.জাকিয়া নূর লিপি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি প্রফেসর ড. আ,ন,ম নৌশাদ খান,সাবেক সভাপতি আমিনুল ইসলাম আশফাক,জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারেক উদ্দিন আহমদ আবাদ এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একে এম ফললুল হক ও স্বপন কুমার বর্মন।

ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.খায়রুল ইসলাম, অভিভাবক সদস্য ,নাজিম উদ্দিন গোলাপ,মুহাম্মদ ফুরকান উদ্দিন,মকবুল হোসেন,জীবন চন্দ্র দাস, আনোয়ার হোসেন বাচ্ছু, রিদুয়ানা আক্তার জেসমিন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ