আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ৮০০ তম সভা ও সম্মাননা প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসরের ৮০০ তম সাহিত্যসভা শনিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আসরের সভাপতি নাট্যকার মো. আজিুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. এমএ আফজাল। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবিরি সাবেক পরিচালক কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, প্রধান উপদেষ্টা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, সংস্কৃতি কর্মী মো: আতাউর রহমান মিলন, ইটনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মেহের উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা লিমেরিকার ও কবি মো. রেজাউল হাবীব রেজা। ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় আলোচনায় অংশ নেন বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম বাঙালি, উপদেষ্টা লায়ন জাহাঙ্গীর আলম,সহ সাধারণ সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, সহকারী সমন্বয়ক আবু সাঈদ,প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, সহ সম্পাদক রেহান উদ্দিন রেহান, কবি জামাল উদ্দিন, শিল্পী জসিম উদ্দিন, কবি মাসুম, আলমগীর অলিক,আরিফুর রহমান ইমন, প্রিয়া দেব নাথ, সুবর্ণা দেব নাথ, সানজিদা উষা,হিরণ আকন্দ প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ জাতীয় শিশু একাডেমী কর্তৃক জাতীয়ভাবে পুরস্কার পাওয়ায় মারিয়া তাসনীম প্রাপ্তিকে সম্মাননা প্রদান করা হয়। আসরে উপস্হিত কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করেন এবং শিল্পীরা গান গেয়ে সবাইকে প্রাণবন্ত করে তোলেন।


এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, কার্যকরি কমিটির সদস্যগণ, কবি সাহিত্যিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ