আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবুল কালাম আজাদের সম্পাদিত চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত

ডেস্ক: এই প্রথম গত ২৪/০২/২০২৩ ইং তারিখে একসাথে এক দিনে এক প্রকাশনা  থেকে ০৬ (ছয়) টি কাব্যগ্রন্থ প্রকাশ করে এক অসাধ্য সাধন করেছেন আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগের চলনবিল অধ্যাশিত পাবনা জেলার কৃতি সন্তান, সূর্যসেনা সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি, কবি ছড়াকার, সংগঠক ও সম্পাদক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হার্ড পয়েন্ট আনসার ক্যাম্প, সিরাজগঞ্জ সদর এ কর্মরত আছেন। তিনি (০১) শত স্মৃতির কাব্য মালা, (০২) ফিলিস্তিনের কান্না, (০৩) কবিতা মনের কথা বলে, (০৪) সূর্যকিরণ নামক ০৪ (চার)  টি যৌথ কাব্যগ্রন্থ সম্পাদন করেছেন। উক্ত কাব্যগ্রন্থ ০৪ টিতে জাতিসত্তার একুশে পদক প্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমী, ঢাকা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ও বর্তমান উর্ধ্বতন কর্মকর্তারগণসহ বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য ১২০ জন গুনি লেখকগনের লেখা স্থান পেয়েছে। এছাড়াও, তিনি আরো ০২ (দুই) টি একক কাব্যগ্রন্থ লিখেছেন -স্মৃতি রয় কাব্যের পাতায় ও  বাংলা কাব্যের ফুল ঝুড়ি। জাহানারা প্রকাশন থেকে এই প্রথম এক সাথে এক দিনে একই লেখক ও সম্পাদকের ০৬ (ছয়) টি কাব্যগ্রন্থ প্রকাশ করে এক বিরল নজির স্থাপন করেছেন।
উক্ত কাব্যগ্রন্থ ০৬ (ছয়) টি অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রিয়জন সাহিত্য প্রকাশনের ২৪১ ও ২৪২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
উক্ত কাব্যগ্রন্থের লেখক ও সম্পাদকে ধন্যবাদ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ